মধুপুরের নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ২৪ আগস্ট রোববার মধুপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল হান্নানকে আগামী তিন বছরের জন্য সভাপতি ও আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে সভাপতি সম্পাদক অন্যান্যদের সাথে আলোচনা করে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করবেন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন মধুপুর নির্মান প্রকৌশলন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার খুররম খান ইউসুফজী প্রিন্স। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর পৌর বিএনপি সহ-সভাপতি লিলি সরকার, নির্বাচন কমিশনার আহাদুল ইসলাম আদিত্য, প্রকৌশল শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ ময়েন উদ্দিন প্রমূখ।
মধুপুর নির্মান প্রকৌশলন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার খুররম খান ইউসুফজী প্রিন্স বলেন, মধুপুরের সর্ববৃহৎ এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করার ব্যাপারে সদস্যরা সম্মতি দেন। পরবর্তীতে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতির ভিত্তিতে আব্দুল হান্নান ও আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।