ঢাকা | 12 September 2025

গৌরীপুরে এসএসসি ও এইচএসসি’র শ্রেষ্ঠ শিক্ষার্থীরা সংবর্ধিত

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

গৌরীপুর  প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ২০২২ ও ২০২৩সনে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের রোববার (২৭ জুল্ইা/২৫) সংবর্ধিত করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর অধিনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপঢৌকন তুলে দেন। 
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রত্যয় কুমার দাস, জুবায়ের আহমেদ আরেফিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সায়মা সুলতানা মৃত্তিকা, বিথি আক্তার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সামিউল জাহান ইমন, কাওসার আহমেদ রাকিব, সুরাইয়া ইসলাম শান্তা, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আফসানা সুলতানা, ইসলামাবাদ ফাজিল মাদরাসার মো. মাসুম বিল্লাহ, কাজী সোহেল মিয়া, কিল্লাবোকাই নগর ফাজিল মাদরাসার সুমা আক্তার, নাদিরা আক্তার, শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার রাকিবুল হাসান মোরাদ, রাইশিমুল দারুসুন্নাহ দাখিল মাদরাসার তন্নি আক্তার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মো. আপন মিয়া, গিধাউষা আইডিয়াল কারিগরি স্কুল এন্ড কলেজের মাহবুব হাসান মাসুম, টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নুর নবী, তানিয়া আক্তার, সরকারি কলেজের এম এন মুজিব আলমগীর, মহিলা কলেজের সাবরিনা জামা জুই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, কিল্লাবোকাইনগর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শাহজাহান প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ