ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 

টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি বাবু শ্যামল হোড়,পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার,সাধারণ সম্পাদক প্রদিপ কুমার গুন ঝন্টু এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ