ঢাকা | 12 September 2025

মির্জাপুরে ২ কেজি ২শ গ্রাম গাজাসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই নাজিরপাড়া ও সন্ধ্যায় পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামে অভিযান চালায় তারা। এ সময় আন্না বেগম নামে এক নারীকে ২ কেজি গাজাসহ গ্রেপ্তার করা হয়। তার স্বামীর নাম খন্দকার আব্দুর রাজ্জাক। 
অপরদিকে পুষ্টকামুরী সওদাগরপাড়া থেকে গ্রামের ইনসান আলীর ছেলে বিকু মিয়া, বাইমহাটি আদালত পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমরান দেওয়ান ও একই গ্রামের ফারুক হোসেনের ছেলে জিসান আহমেদকে ২শ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বুধবার পৃথক মামলায় তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ