ঢাকা | 03 November 2025

বিকেএমইএ-স্টিচের সেমিনারে বক্তারা পোশাক শিল্পে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
তৈরি পোশাক খাতে লিঙ্গ সংবেদনশীল কর্মক্ষেত্র গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশের শীর্ষস্থানীয় এ খাত দেশের চাহিদা পূরণ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এ শিল্পের কর্মীদের মধ্যে বড় একটা অংশ নারী। যাদের জন্য কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে।গতকাল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও সাসটেইনেবল টেক্সটাইল ইনিশিয়েটিভ টুগেদার ফর চেঞ্জ (স্টিচ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মূল স্টেকহোল্ডারদের একত্রিত করে লিঙ্গ সংবেদনশীল কর্মক্ষেত্র গড়ে তোলার বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষা এবং ধারণা ভাগ করে নেয়া হয়।সেমিনারে জানানো হয়, স্টিচ হচ্ছে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ এবং মন্ডিয়াল এফএনভির একটি কনসোর্টিয়াম প্রকল্প, যা ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে নারী ও পুরুষ উভয় শ্রমিকের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি মোকাবেলা এবং প্রতিরোধের জন্য দেশজুড়ে ৫০টি পোশাক কারখানায় লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধের ওপর লার্নিং এবং পর্যবেক্ষণ রিসোর্স প্যাক সহবিকশিত এবং বাস্তবায়ন করা হয়েছে।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকার সম্প্রতি আইএলও কনভেনশন ১৯০ (আইএলও-সি১৯০) স্বাক্ষর করেছে, যা কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে লড়াই করে। এখন যদি কর্মক্ষেত্রে নারী-পুরুষের জন্য এ ধরনের সহিংসতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা না যায় তাহলে বাংলাদেশকে বিপদে পড়তে হবে। কারণ বিদেশী রফতানিকারকরা কর্মীদের কর্মক্ষেত্রের পরিবেশকে গুরুত্ব দিচ্ছে। তবে কর্মক্ষেত্র শুধু নারীদের জন্য সুরক্ষিত করলে হবে না। অনেক সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তাদের হাতে পুরুষ কর্মীরাও সহিংসতার শিকার হতে পারে। এজন্য আমরা বলছি লিঙ্গ সংবেদনশীলতা। এখানে শুধু কোম্পানি মালিক বা বস নয়; পাশাপাশি কর্মীদের সচেতন হতে হবে। কর্তা-কর্মী উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে বিকেএমইএর কমপ্লায়েন্স সেলের যুগ্ম সচিব ফারজানা শারমিন বলেন, ‘‌একটি সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলার ভিত্তি হিসেবে লিঙ্গ সংবেদনশীল কর্মক্ষেত্র গড়ে তোলা খুবই জরুরি। বিকেএমইএ ৫০টি আরএমজি কারখানার ১০০ জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে কারখানার প্রশিক্ষকদের কাছে রিসোর্স প্যাক টুলকিটটি পরিচয় করিয়ে দেয়ার জন্য। যারা এখন লিঙ্গ সংবেদনশীল অনুশীলন সম্পর্কে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ