ঢাকা | 03 November 2025

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ -সাইদ সোহরাব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। দেশের শতভাগ মানুষ নির্বাচন চায়। দেশ একটা জায়গায় থেমে আছে। সবাই ধমবদ্ধ অবস্থায় রয়েছেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে, গনতান্ত্রিক ব্যবস্থায় ফিরতেই হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মির্জাপুর পৌর শাখার উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মির্জাপুর পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠুর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি হাজী সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, জাহাঙ্গীর আলম খান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শামীম উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার হাসান লিটন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ সিকদার, আরিফুজ্জামন শাহীন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম খান উত্থান, পৌর কৃষক দলের সভাপতি মান্নান খান মান্না উপজেলা প্রজন্ম দলের সভাপতি রেজাউল করিম রয়েল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ প্রমুখ।  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদুর রহমান সাইদ সোহরাব তাঁর বক্তব্যে আরও বলেন, কয়েক দিন আগে তারেক রহমান ঢাকা বিভাগে দলের মনোনয়ন প্রত্যার্শীদের নিয়ে সভা ডেকে হৃদয় স্পর্শী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে আমরা সবাই কেঁদেছি। তিনি দেশে ও দলের প্রশ্নে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। সেখানে তারেক রহমান একটি গল্পের উল্লেখ করে বলেছেন, ‘‘একটি সন্তানের দাবিদার দুজন মা। দু’জনেই দাবি করছেন এই সন্তানটি আমার। তাদের দুজনের দাবি এত অকাট্য, তাদের প্রমাণ এত সুক্ষ, এখন কেউ এটা বিচার করতে পারছেন না যে সন্তানটির সত্যিকারের মা কে। বিচারক দুই মায়ের কথা শুনে তিনিও কোন সিদ্ধান্ত নিতে পারছেন না যে সন্তানটি আসলে কার। তখন বিচারক সিদ্ধান্ত নিলেন, সন্তানটিকে দুই খন্ড করে দুই মাকে সমান করে দিয়ে দেয়া হবে। বিচারকের এই সিদ্ধান্তের কথা শুনে প্রকৃত মা বললেন, এই সন্তান আমার লাগবে না। এ সন্তান উনাকে দিয়ে দেন।’’ 
তারেক রহমান বলেছেন, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দলের নাম বিএনপি, আমাদের প্রতীক ধানের শীষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। যারা সত্যিকারের শহীদ জিয়াউর রহমানের সৈনিক তারা দেশ ও দলকে বিভাজন করবে না করতে দিবো না।  
বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব বলেন, সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা ১৮বছর অনেক কষ্ট করেছে। আমাদের নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেছেন অসুস্থ হয়ে বের হয়েছেন। আমাদের নেত্রী ছয় বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমাদের ভাই কুকু মারা গেছেন, আমাদের নেতা তারেক রহমান তার কবরে একমুঠো মাটি দিতে পারেন নাই। আমাদের হাজার হাজার নেতা গুম হয়েছেন, মামলা খেয়েছেন। ঘরে থাকতে পারেন নাই। ইলিয়াস আলীসহ আমাদের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছে তাদের ঋন আমাদের সুদ করতে হবে। তাদের ঋনকে সুদ করতে হলে এই দলকে কেউ ভাগ করতে পারবে না। এটা তারেক রহমানের নির্দেশ। তাই ধানের শীষ যার আমরা তার। সারা বাংলাদেশে এই ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার হয়ে কাজ করবো। এই অঙ্গীকার তারেক রহমানের কাছে আমার ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যার্শীরা করেছি বলে তিনি উল্লেখ করেন। 
তারেক রহমান যাকে যেখানে মনোনয়ন দেবে সে সেখানে নির্বাচন করবেন। মনোনয়নের বিষয়ে বলেন, আকাশে চাঁদ উঠলে সবাই যেমন দেখে, তেমনি মনোনয়ন যাকে দেয়া হবে সবাই তার কথা জানতে পারবে। 
নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদ সোহরাব বলেন, আমরা দল ও ধানের শীষের পক্ষে থাকবো। আগামী দিনে টাঙ্গাইলের আটটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের গলায় জয়ের মালা তুলে দিবো। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এবং রাজপথে থাকার আহবান জানান এই নেতা।









কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ