ঢাকা | 15 January 2026

বাসাইলে এলপিজি গ্যাস মজুত ও দাম বেশি রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 টাঙ্গাইলের বাসাইলে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ও মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, সংকটদেখিয়ে সম্প্রতি বাসাইল বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ও মজুত রাখার দায়ে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে ফজলু এন্টারপ্রাইজের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরআগে সম্প্রতি এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে বাসাইল বাসস্ট্যান্ড এলাকার লিটন মেশিনারিজ, আসলাম এন্টারপ্রাইজ ও আলম ট্রেডার্সের মালিককে জরিমানা করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ