ঢাকা | 12 September 2025

ঘাটাইলে পারফর্মার বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Jul 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ঘাটাইল  প্রতিনিধি : 
ঘাটাইলে পারফর্মার বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস  স্কিমের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায়  অধ্যায়নরত ৩৫ জন  শিক্ষার্থী ও  ১২ টি শিক্ষা  প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই)  দুপুর ২ টায় ঘাটাইল  উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন  শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। 
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। 
জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন এ প্রকল্প,  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন বলেন এই স্কিমের অধীনে, নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়,   কলেজ ও মাদ্রাসা তাদের কর্মক্ষমতা এবং ফলাফলের ভিত্তিতে অনুদান পেয়ে থাকে।
 ঘাটাইলে উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন  এই অনুদান মূলত শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি করা,শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা ও গুণগত মান বৃদ্ধি করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এই স্কিমে মূল উদ্দেশ্য। 
 ঘাটাইল মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন এই স্কিমের আওতায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী অনুদান প্রদান করা হয়।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ