ঢাকা | 15 January 2026

সখীপুর পৌর বিএনপির সভাপতিকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকেই বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সভাপতি নাসির উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির সভাপতি পদ ও বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পৌরসভার কলেজমোড় এলাকার একটি জমি দখল পাল্টা দখলের ঘটনাকে কেন্দ্র করে ওই বিতর্ক আরও তীব্র হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করে। 
এরপর থেকেই পৌর বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এর পাঁচ মাস পর শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সখীপুর পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হলো। 
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ছবুর রেজা বলেন, পৌর বিএনপির কমিটি স্থগিত করার পর থেকে নাসির উদ্দিন দলীয় কার্যক্রমে একেবারেই নিষ্ক্রিয় রয়েছেন। যেহেতু সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তাই পৌর কমিটিকে সক্রিয় করতে হয়তো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। 
জানতে চাইলে সখীপুর পৌর বিএনপির বহিষ্কৃত সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে আমি এখনও কোনো চিঠি পাইনি। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ