টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুরসুদ্দি রেজিয়া কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ আব্দুল্লাহিল কাফি। তিনি মঙ্গলবার সকালে ওই কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে এলাকার সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেন।
ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি মুসুদ্দি রেজিয়া কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের লেখাপড়া , নৈতিকতা শিক্ষা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পাশাপাশি কলেজ প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।