ছবির ক্যাপশন:
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে দুইদিনব্যাপী উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। গতকাল বুধবার দুপুরে এ মেলা উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. জাকির হোসেন, প্রোগ্রাম অফিসার কণিকা মল্লিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় তরুণ-তরুণীদের কুটির শিল্প, হস্তশিল্প, খাদ্যপণ্য, উদ্যোক্তা
কার্যক্রমসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়েছে। কুটির শিল্প’সহ নানা সংগঠন মেলায় ৩০ টি স্টলে দেশীয় পাটের পণ্য, হরেক রকম মিঠা পুলিসহ ঐহিত্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে।
এতে পুলি পিঠা, সেমাই পিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, মাংস পিঠা, তেলের পিঠাসহ অন্তত ২০ প্রকারের পিঠার পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। উদ্বোধনকালে জেলা প্রশাসক শরিফা হক বলেন, আমাদের বিভিন্ন ধরনের কুটির শিল্পের পণ্য সম্প্রসাধারণের জন্য মেলাগুলো খুবই গুরুত¦পূর্ণ ভূমিকা রাখে। একই সাথে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয়। এতে নারী উদ্যেক্তাদের পণ্য বাজারে পরিচিত করার সুযোগ হবে।
আজ বৃহস্পতিবার মেলা শেষ হবে।