ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলকে নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে------ নবাগত পুলিশ সুপার, টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 8, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
ad728
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেছেন, মাদকের সমস্যা আমাদের ঘরে ঘরে। এই সমস্যা দূর করতে পুলিশ কাজ করছে। মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু একেবারে নির্মূল করতে পারবো না। সামাজিকভাবে যদি প্রতিরোধ গড়ে উঠে তবেই মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদক নির্মূলে প্রত্যেকটা ঘর থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি রোববার (৭ডিসেম্বর ) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন।তিনি আরও বলেন, দেশে এক সময় এসিড নিক্ষেপের ঘটনা বেড়েছিলো। পরবর্তীতে সামাজিকভাবে তীব্র আন্দোলন গড়ে উঠায় এসিড নিক্ষেপ বন্ধ হয়েছে। শামসুল আলম মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সবাই ইতিবাচক সহযোগিতা করলে টাঙ্গাইলের শান্তি শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। 

পুলিশ সুপার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আগামীতে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তা নির্ধারিত হবে। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন পুলিশের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে তা করা হবে। আমরা কোন ব্যক্তিকে চিনি না। দল চিনি না। নির্বাচন সুষ্ঠু করার জন্য যে কোন ধরণের প্রতিবন্ধকতাই থাকুকনা কেন তা আইনের আওতায় আনা হবে। সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম,  টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। ওই সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ