ষ্টাফ রিপোর্টারঃ
১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বাদ আছর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুরাআ’নের শিক্ষক নিয়োগের দাবিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আবুল বাশার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিস মাওলানা আলাউদ্দিন, মুফতি মাওলানা মানসুরুল হক, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম, মাওলানা আশরাফ আলী, আলহাজ¦ কে.এম আনছার আলী, হাফেজ মাওলানা বেল্লাল হোসেন ও শ্রমীক মজলিস টাঙ্গাইল সভাপতি মোঃ আব্দুল মান্নান সেক প্রমুখ নেতৃবৃন্দ। 
বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে ৬০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিবর্তে সংগীতের শিক্ষক নিয়োগ দিলে বাংলাদেশের প্রতিটি গ্রাম, শহর ও বিভাগীয় অঞ্চলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জাতীকে ধর্মহীন করার চক্রান্ত কোন ধর্মপ্রাণ মুসলমান মেনে নিবেনা। বক্তারা অনতিবিলম্বে ৬০ হাজার প্রাইমারী স্কুলে কুরআনের শিক্ষক নিয়োগের আহবান জানান। পরিশেষে দেশ ও জাতীর কল্যাণে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামার সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা আবুল বাশার।