ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে মনোনয়নপত্র জমা দিয়েছেন যাঁরা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলে ৮টি আসনে মোট ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ছয়টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। 
টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশনার কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ৭জন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ৫ জন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ৭ জন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৭ জন, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে ১১ জন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১২ জন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৬ জন ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১০জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): মোট সাত জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন) জমা দিয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য মোহাম্মদ আলী এবং দল থেকে বহিস্কৃত নেতা অবসরপ্রাপ্ত কর্ণেল অসাদুল ইসলাম আজাদ।
ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী (জামায়াত ইসলামী), মো: মোন্তাজ আলী, (স্বতন্ত্র জামায়াতে ইসলামী),  মুহাম্মদ ইলিয়াছ হোসেন (জাতীয় পার্টি) ও মো. হারুণ অর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর): পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি জামায়াতে কোন বিদ্রোহী প্রার্থী নেই। যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন আব্দুস সালাম পিন্টু (বিএনপি), মো. হুমায়ুন কবীর (জামায়ত ইসলামী), শাকিল উজ্জামান (গণঅধিকার পরিষদ), হুমায়ুন কবীর তালুকদার (জাতীয় পার্টি) ও মনোয়ার হোসেন সাগর (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এ আসনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এই আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। 
এছাড়াও যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন হোসনি মোবারক বাবুল (জামায়াত ইসলামী), সাইফুল্লা হায়দার, (এনসিপি), হাফেজ মাওলানা মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আইনিন নাহার নিপা (স্বতন্ত্র) ও মো. শাহজাহান মিয়া (স্বতন্ত্র)।

টাঙ্গাইল-৪ (কালিহাতী): এ আসনে মোট সাত জন মনোনয়ন জমা দিয়েছে। বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি মো. আব্দুল হালিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক নেতা ডা. শাহ আলম তালুকদার।
এছাড়া যারা মনোনয়ন জমা দিয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক (জামায়াতে ইসলামী), ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (জাতীয় পার্টি) আলী আমজাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও আব্দুল লতিফ সিদ্দিকী, স্বতন্ত্র।

টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর): এগারো জন মনোনয়ন জমা দিয়েছে। বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এছাড়া যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন আহসান হাবীব মাসুদ (জামায়াত ইসলামী), হাসরত খান ভাসানী (বাংলাদেশ সুপ্রীম পার্টি) বিথী আক্তার (গণ সংহতি আন্দোলন), মো. মোজাম্মেল হক (জাতীয় পার্টি), সৈয়দ খালেদ মোস্তফা (স্বতন্ত্র), মো. ছানোয়ার হোসেন (স্বতন্ত্র), হাসনাত আল আমিন (খেলাফত মজলিস), শফিকুল ইসলাম (গণঅধিকার পরিষদ), খন্দকার জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): এ আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছে। বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল লাভলু। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জুয়েল সরকার, শরিফুল ইসলাম স্বপন, আতিকুর রহমান ও মো. রিপন মিয়া।
এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন ডা. মো. আব্দুল হামিদ (জামায়াত ইসলামী), মো. আখিনুর ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কবীর হোসেন (গণঅধিকার পরিষদ), মামুনুর রহীম (জাতীয় পার্টি), তারেক শামস খান হিমু (জাতীয় পার্টি জেপি), মো. সাইফুর রহমান (স্বতন্ত্র), আশরাফুল ইসলাম (স্বতন্ত্র)। 

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): এ আসনে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিএনপির বহিস্কৃত নেতা ফিরোজ হায়দার খান মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (জামায়াতে ইসলামী), মো তোফাজ্জল হোসেন (বাংলাদেশ রিপাবলিকান পার্টি), মো আবু তাহের (খেলাফত মজলিস) ও এ.টি.এম রেজাউল করিম আল রাজি (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): এ আসনে ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্যবসায়ী নেতা সালাউদ্দিন রাসেল এবং সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীব।
এছাড়া যারা মনোনয়ন জমাদানকারীরা হলেন শফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী), নাজমুল হাসান (জাতীয় পার্টি)
আলমগীর হোসেন (আমজনতার দল), শেখ হাবিবুর রহমান কামাল (স্বতন্ত্র), আবুল ফজল মাহমুদুল হক (স্বতন্ত্র), 
আউয়াল মাহমুদ (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি) ও আবুল ফজল মাহমুদুল হক (স্বতন্ত্র)।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ