টাঙ্গাইলে পৃথক ৫টি অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল, ৩২৫ গ্রাম হেরোইন, ডাকাতির সক্রিয় সদস্যসহ হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার প্রথম অভিযানে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঢাকা-সিরাজগঞ্জ অভিমুখী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে সুপার সনি যাত্রীবাহি বাস তল্লাশি করে মাদক কারবারি রাজশাহীর বাঘা উপজেলার মোঃ মহর সরদারকে আটক করে। তার দেওয়া তথ্য মতে তার হেফাজতে থাকা বিশেষ কায়দার রক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
একদিন দ্বিতীয় অভিযানে একই উপজেলার বল্লাবাড়ি কবরস্থান সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিক্রয়রত অবস্থায় মাদক রাজশাহীল গোদাবাড়ি উপজেলার ময়না বেগম ও মোঃ শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। তাদের শরীরের মধ্যে বিশেষ কায়দার রক্ষিত ৩২৫ গ্রাম হেরোইন ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। হেরোইনের বাজার মূল্য আনুমানিক বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
গত ১৭ ডিসেম্বর বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেঙ্গল ফ্যাক্টরির আনুমানিক ৩০০ গজ পশ্চিমে সার্ভিস রোড হতে নগদ ১০ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় জেলার মির্জাপুর থানার দায়ের করা মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলামে সাভার থানার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় হন।
সিরাজগঞ্জ সদর থানার হালদিয়া গ্রামে গত ৯ জুন রুপারী আক্তারকে হত্যা মামলার আসামি মোঃ গোলাম মোস্তফাকে গত সোমবার জেলার মির্জাপুর থানার গোড়াই খামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
গত ২০ মে রংপুরগামী লোকাল বাসে উঠে বাসের যাত্রিদের স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ডাকাতিসহ নারী যাত্রিদের যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামি নাঈমকে গত সোমবার গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।