ঢাকা | 03 November 2025

টাঙ্গাইলে কৃষক এসোসিয়েশনের সদস্যদের মাঝে বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ এলাকার কৃষক উন্নয়ন এসোসিয়েশনের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী শিমুলতলা কৃষক উন্নয়ন এসোসিয়েশনের কার্যালয়ে কৃষকদের হাতে সবজি বীজ তুলে দেওয়া হয়। 
 বাংলা- জার্মান সম্প্রীতির( বিজিএস) উদ্যেগে জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় এই বীজ বিতরণ করা হয়। 

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার কৃষি কর্মকর্তা  মোছাঃ ইসমত আরা।

বিশেষ অতিথি হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী ও বাংলা- জার্মান সম্প্রীতি( বিজিএস) ম্যানেজার এমএফপি মোঃ এরশাদুন্নবী। এছাড়া মোঃ সুরুজ মিয়া, প্রোগ্রাম অফিসার- ইন্সটিটিউশন বিল্ডিং, মোঃ শফিকুল ইসলাম, এস ডব্লিউ, বিজিএস উপস্থিত ছিলেন। চৌধুরী মালঞ্চ ও শিমুলতলা কৃষক উন্নয়ন এসোসিয়েশনের মোট ৬৯ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজের বীজতলা তৈরি থেকে ফসল সংগ্রহ পর্যন্ত ধারাবাহিক প্রক্রিয়ায় কৃষকদের পরামর্শ প্রদান করা হবে কৃষি কর্মকর্তার উদ্যোগে। 

উল্লেখ্য টাঙ্গাইল সদর উপজেলায় তিনটি কৃষক এসোসিয়েশনের আওতায় মোট ৯৯ জন কৃষককে পর্যায়ক্রমে বীজ বিতরণ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ