টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে তার ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত গেঞ্জি পথচারী, শ্রমিক, রিক্সাওয়ালা এবং অটোচালকদের মাঝে বিনামুল বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের নিরালা মোর, শহীদ মিনারের সামনে প্রায় ১৫ শতাধিক জনসাধারণের মাঝে এই গেঞ্জি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মনির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য আব্দুল্লাহ হেল কাফী শাহেদ, শ্রমিক দল নেতা (ডি.ইএবি) জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান নজরুল, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মনির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মীর মাজেদুর রহমান সজিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।