টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পার্টির সাবেক সভাপতি জীবন মাহমুদ শক্তি আর নেই। তিনি শনিবার (১০জানুয়ারী) দুপুর সোয়া বারোটায় ধনবাড়ীর মিয়াপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি ৩ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ ও ধনবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিক, সকল ব্যবসায়ী সকলেই শোক প্রকাশ করেন।
শনিবার (১০জানুয়ারী) সন্ধ্যায় ধনবাড়ী ঈদ গাঁ মাঠে জানাযা মাগরিব নামাজ শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জীবদ্দশায় কবিতা লেখা ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তার জানাযা নামাযে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যাবসায়ী সহ সকল শ্রেণী ও পেশার মুসল্লিরা অংশ নেয়