ঢাকা | 04 November 2025

টাঙ্গাইল মডেল মসজিদে বরণ ও বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের জেলা সদর মডেল মসজিদের নবযিুক্ত ইমাম ও খতিব হাফেজ মাওলানা নূর মুহাম্মদের বরণ এবং টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবদুর রাজজাক সহ মডেল মসজিদের মুয়াজ্জিন মো. সেকান্দর আলী ও খতিব আ. রহিমের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা সদর মডেল মসজিম প্রাঙ্গণে মঙ্গলবার(৭ অক্টোবর) বাদ এশা স্থানীয় মুসল্লিদের আয়োজিত ওই বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ সাংবাদিক খান মোহাম্মদ খালেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
জেলা সদর মডেল মসজিদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটুর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান শফিক, বটতলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আ. বাছেদ খান, জেলা বাস কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ প্রমুখ।
ওই অনুষ্ঠানে বরণ ও বিদায়ী ব্যক্তিদের নগদ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ