টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে এই কর্মসূচির সুচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।এদিন সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোঙ্গ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামছুল আলম সরকারসহ প্রশাসনের উর্ধতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে শহরের পৌর উদ্যানের শহীদ স্মৃতিস্তম্ভে বিএনপি'সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে পৌর উদ্যান থেকে জেলা বিএনপির উদ্যােগে একটি বিজয় র্যালি বের হয়৷ র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা শিবিরের উদ্যােগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে 'রান ফর ভিক্টরি' কর্মসূচি পালন করা হয়। সকালে পৌর উদ্যান থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষণিক করে পুনরায় পৌর উদ্যােনে এসে সমবেত হয়। এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।