ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে ৫ শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলে জেঁকে বসেছে শীত। এ অবস্থায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
 
এতে প্রধান ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। 

এসময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, জেলার সব কয়টি উপজেলায় ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অসহায় ও দুস্থদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।  উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালনায়ের পক্ষ থেকে ১৫ হাজার ও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ