ঢাকা | 04 November 2025

মধুপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


 নতুন বছর ঘুরে চলে এসেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মধুপুর প্রতিমা কারিগরদের 

দুর্গোৎসবকে সামনে রেখে দেব-দেবীর মূর্তি বানাতে টাংগাইলের  মধুপুরে  ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা । এ বছর মধুপুরে মোট ৫৯টি  মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।আর এই বড় দিনের অপেক্ষায় থাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই উৎসবকে ঘিরে তাদের পরিবারের মাঝে আনন্দ বিরাজ করে। আর, তাইতো দিনরাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা।

একমাটি ও দো-মাটির কাজ শেষে ধীরে ধীরে আকার পাচ্ছেন দেবী দুর্গা, কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতীসহ অন্যান্যরা। বর্তমানে কাঁদা মাটির কাজ শেষের দিকে এরপর শুরু হবে রঙ ও তুলির কাজ। প্রতিটি প্রতিমা তৈরিতে আকার ভেদে শিল্পীরা মজুরি নিচ্ছেন ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

কারিগর প্রকাশ কুমার পাল বলেন, মূর্তি তৈরির প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় তাদেরও খরচ বেড়েছে। তবে এবারে  চাহিদা মোটামুটি  আগের থেকে বেশি   প্রতিমা বিক্রি হচ্ছে।  প্রতিমা তৈরির সরঞ্জামের মূল্য বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি প্রতিমার মূল্য।

মধুপুর উপজেলার কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  অলোক কুমার চৌধুরী স্বপন জানান, এবারো মধুপুরে ৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিটি মন্ডপেই চলছে সাজসজ্জার কাজ।এছাড়াও প্রতিটি মণ্ডপেই নজরদারি রাখা হয়েছে।

মধুপুর উপজেলা  পূজা উদযাপন পরিষদের আহবায়ক  বিকাশ চন্দ্র ঘোষ বলেন আমরা প্রতিবছর উৎসব মুখর পরিবেশ মধ্যে দিয়ে দুর্গোৎসব পালন করে থাকি 

এ বিষয়ে মধুপুর  থানার অফিসার ইনচার্জ এমরানুুল কবীর বলেন, দুর্গা পূজাকে ঘিরে তিন স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ও পৌরসভার  মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ