ছবির ক্যাপশন:  
                            
                            নতুন বছর ঘুরে চলে এসেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মধুপুর প্রতিমা কারিগরদের
মধুপুর উপজেলার কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক কুমার চৌধুরী স্বপন জানান, এবারো মধুপুরে ৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিটি মন্ডপেই চলছে সাজসজ্জার কাজ।এছাড়াও প্রতিটি মণ্ডপেই নজরদারি রাখা হয়েছে।
মধুপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ বলেন আমরা প্রতিবছর উৎসব মুখর পরিবেশ মধ্যে দিয়ে দুর্গোৎসব পালন করে থাকি
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুুল কবীর বলেন, দুর্গা পূজাকে ঘিরে তিন স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।