ঢাকা | 15 January 2026

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩৮ লাখ ১৬ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব ক্যাম্পে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
 
কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জেলার মধুপুর উপজেলার অরুণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য গাঁজা কেনাবেচা করা হচ্ছে। পরে গত সোমবার রাতে অভিযান পরিচালনা করে নজরুল ইসলামকে ১১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে তার তথ্যে একই উপজেলার ভুটিয়া গ্রামের স্বপন মিযার বাড়ি থেকে আরো ১৩ কেজি গাজা উদ্ধার করা হয়। তবে এসময় স্বপন মিয়া ও তার স্ত্রী পালিয়ে যায়। অভিযানে ১২৭ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩৮ লাখ ১৬ হাজার টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ