ঢাকা | 15 January 2026

নগদা শিমলা বণিক সমিতির সভাপতি আসাদ খান ও সেক্রেটারি শফিকুল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728



উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৪নং নগদা শিমলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নগদা শিমলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আজাহার আলী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল আসাদ খান, ৭২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল মিয়া পেয়েছেন ৭০ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৭টি পদের ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হয়। ১৪৪ জন ভোটারের মধ্যে, একজন মৃত থাকায় ১৪৩ জন ভোট প্রদান করে। বৈধ ভোট গননা হয় ১৪২টি। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আয়নাল মাষ্টার, শাহাদাত মাষ্টার, মোজাফফর মাষ্টার।

এছাড়াও সহ সভাপতি পদে আরফান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হোসেন আলী, কোষাধ্যক্ষ আলহাজ্ব ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কালাম নির্বাচিত হয়েছেন।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ