ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামিল শাহিন।

বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন এবং এই আয়োজনের জন্য টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা আউরিয়া, সাইদুর রহমান ঠান্ডু, মীরজা মাতলুবুর রহমান, এবং রফিকুল ইসলাম স্বপন (সহ-প্রচার সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া ঝিনুক।

শেষে দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন টাঙ্গাইল পুরাতন কোর্ট মসজিদের খতিব। পরে সভাপতি লুৎফর রহমান টুটুল সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ