ঢাকা | 03 November 2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছে এডভোকেট মমতাজ করিম

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে  সামনে রেখে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে  ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করছেন মহিলা দল নেত্রীরা। এ সময় জনসাধারণের কাছে  ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের সন্তোষ  বাগবাড়ী এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টুকুর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়। প্রচারণায় অংশগ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, কবিতা বেগম, ফাহিমা সুলতানা সাথী, শামীমা সুলতানা, আশা আক্তার,  ও কোহিনুর বেগম প্রমুখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ