টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যা নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৮ ডিসেম্বর রোববার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওবায়দুল হক নাসির বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছে। তিনি ঘাটাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঘাটাইল উপজেলায় বিএনপির প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।