ঢাকা | 15 January 2026

ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়শনের শোকসভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের বটতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবসে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। 
সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, অর্থ সম্পাদক মীর রুহুল আমীন রনি, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, সাজ্জাদ হোসেন লিংকন, আলমগীর হোসেন, সম্মানিত সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর প্রমুখ। 
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। শনিবার শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ