ঢাকা | 04 November 2025

ঘাটাইলে বজ্রপাতে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728



টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে আগুন লেগে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন কুমার দেবনাথ ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানান, গতকাল রবিবার মাগরিবের নামাজের পর বৃষ্টির মধ্যে ফুলবাড়ি গ্রামের আমিনবাজারের একটি তুলার দোকানে বজ্রপাত পড়ে আগুন ধরে যায়। সাথে সাথে বাজারের ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৪টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। বাজারের ব্যবসায়িরা জানান, বজ্রপাতের আগুনের ঘটনায় তাদের ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ