টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ গ্রন্থাগাররের মেধা বৃত্তি পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর ) মো.রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে মো.হারুনর রশিদের সঞ্চালনায় আব্দুস সালাম পিন্টু গণ গ্রন্থাগারের মেধা বৃত্তি পরীক্ষা,ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মো.গোলাম রোজ তালুকদার, হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন খান, এনায়েত করিম বাদল, মো.ওয়াহেদুজ্জামান রিটু।সকাল ৯ টায় মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয় এবং বেলা ১১ টায় শেষ হয়।১০০ নম্বরের মধ্যে এই পরীক্ষা হয়। এই মেধাবৃত্তি পরীক্ষায় হেমনগর ইউনিয়ন ও ঝাওয়াইল ইউনিয়নের ১৮ টি প্রাথমিক বিদ্যালয়,১৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা, ৪টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেনীর ১২৬ জন এবং ৭ম শ্রেনীর ১৮০জন সহ মোট ৩০৬ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করে।তার মধ্য থেকে ৪র্থ শ্রেনীর ৯ জন ৭ম শ্রেনীর ১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। মেধার ক্রমানুসারে ৫ জনকে ট্যালেন্টপুলে ও ৫ জনকে সাধারণ গ্রেডসহ মোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো.মফিজুর রহমান এই মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এছাড়াও পরীক্ষা পরিচালনা কমিটিতে ছিলেন মো.রফিকুল ইসলাম মিয়া, মো.হারুনর রশিদ,সহকারী অধ্যাপক কে.এম.শামীম,
মো.মিজানুর রহমান,ইসমত আরা প্রমূখ।সার্বিক সহযোগিতায় ছিলেন ভিপি গোলাম রোজ তালুকদার।
আব্দুস সালাম পিন্টু বলেন, হেমনগরকে আলোকিত করতে আলোকিত মানুষ দরকার, আর আলোকিত মানুষ গড়তে হলে পাঠাগারের বিকল্প নাই। তিনি প্রতিবছর মেধা বিকাশের ক্ষেত্রে এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার নিজ নামে প্রতিষ্ঠিত এডভোকেট আব্দুস সালাম পিন্টু গণ পাঠাগারের নাম পরিবর্তন করে কৃষক নেতা হাতেম আলী খানের নামে নাম করনের ঘোষনা দেন।
অনুষ্ঠান শেষে দেশ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুবকর সাহেব।