ঢাকা | 27 July 2025

উত্তরায় বিমান বিধ্বস্ত: সখীপুরে হুমায়রার কবর জিয়ারত করলেন বিএনপি নেতাকর্মীরা

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 27, 2025 ইং
ছবির ক্যাপশন: হুমায়রার পরিবারের সঙ্গে কথা বলছেন আব্দুস সালাম পিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা। ছবির ক্যাপশন: হুমায়রার পরিবারের সঙ্গে কথা বলছেন আব্দুস সালাম পিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।
ad728


সখীপুর প্রতিনিধি: 
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের শিক্ষার্থী মেহেনাজ আফরি হুমায়রার (৯) কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ রোববার দুপুরে উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমায়রার বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ বিএনপির নেতাকর্মীরা। এর আগে সকালে তাঁরা জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত তানবীর আহমেদের বাড়িতে যান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হুমায়রার বাবা-মার সঙ্গে একান্তে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে কবর জিয়ারত করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা। 

এ সময় আব্দুস সালাম পিন্টু বলেন, অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত ঘটনা। শিশু হুমায়রার শোক তার মা-বাবা সইতে পারছে না। কারণ যে মা তাকে জন্ম দিয়েছে, তাঁর সামনেই দুর্ঘটনা ঘটেছে। এটা সাংঘাতিক বেদনাদায়ক ঘটনা। আর বাবার কাছে সন্তানের লাশ অনেক ভারী, কেউ সহ্য করতে পারেনা। দোয়া করি আল্লাহ্ তাঁদের সন্তানের শোক সইবার ক্ষমতা দান করুক।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, হুমায়রার বাবা ও স্বজনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আফরি হুমায়রা ঘটনাস্থলেই নিহত হয়। হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া গ্রামের কেরানীপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন রানার একমাত্র মেয়ে ছিলো। দেলোয়ার হোসাইন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় দেলোয়ার হোসাইন ও তাঁর স্ত্রী সুমি আক্তার প্রাণে বেঁচে গেছেন।





কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ