বিদায় বেলায় গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে নেত্রকোনা জেলা(অনুর্দ্ধ-১৮)ক্রিকেট দলের বিপক্ষে প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে ১ উইকেটে জয়লাভ করে সান্তনার জয় পেয়েছে টাঙ্গাইল জেলা(অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল।
২৮ ডিসেম্বর(রোববার) সকালে জামালপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফিরতি ম্যাচেনেত্রকোনা জেলা দলে বিপক্ষে টাঙ্গাইল জেলা টসে জয়লাভ করে বোলিং করা সিন্ধান্ত নেয়। টসে হেরে নেত্রকোনা জেলা ৩০(কার্টেল) ওভারে ম্যাচে ১০ উইকেট হারিয়ে ৯৬ রান করে। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন, কাউছার আহমেদ ও অনিক হাসান প্রত্যেকে ১৮ করে রান করেন। বোলিংয়ে বিজয়ী দলের সাকিল ৬ ওভার বোলিং করে ১০ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৮) প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে শেষ বলে ১ রান নিয়ে দলের স্কোর ৯৭ করে ১ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে নক্ষত্র অপরাজিত ২৬ ও এহসানুল হক ২০ রান করে। বিজিত দলের সানি, আদনান ও তানভীর প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
টাঙ্গাইল জেলা(অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল জামালপুর ভেন্যুতে গ্রুপ পর্বের ৪টি ম্যাচ খেলে ৩টি ম্যাচ পরাজয় এবং ১টি ম্যাচে জয়লাভ করে ২ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার তলানি থেকে বিদায় নিয়েছে।
টাঙ্গাইল জেলা(অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল ২২ ডিসেম্বর ১ম ম্যাচে প্রতিবেশী শেরপুর জেলা (অনুর্দ্ধ-১৮) দলের কাছে ৩৯ রানে প্রথম হার। ২৪ ডিসেম্বর দ্বিতীয় কার্টেল ওভারের ম্যাচে নেত্রকোনা ক্রিকেট(অনুর্দ্ধ-১৮) দলের কাছে ৫ উইকেটে পরাজয়ের শোক সামলাতে না পেরে ২৬ ডিসেম্বর শেরপুর জেলা(অনুর্দ্ধ-১৮) দলের সাথে ফিরতি ম্যাচে ও শোচনীয় পরাজয়। শেরপুর জেলা দল ২২ ওভারে(কার্টেল) ৮ উইকেট হারিয়ে ৯৩ রান করলে টাঙ্গাইল জেলা ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করে ৪৯ রানে পরাজিত হয়।
খেলা শেষে টাঙ্গাইল জেলা দলের কোচ উত্তম সরকার বলেন, টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৮) দলটি দলগত ভাবে টিম হয়নি। দলগতভাবে ম্যাচ প্র্যাকটিসের অভাব পরিলক্ষিত হয়েছে। এছাড়া জামালপুর মাঠের উইকেট কন্ডিশনের ভিন্নতায় খেলোয়াড়রা তাদের সহজাত খেলা মেলে ধরতে পারেনি। তবে দলের খেলোয়াড়রা সবাই প্রতিভা সম্পন্ন। এই দল ফাইনাল খেলতে না পারলেও এই দলের খেলোয়াড়দের ভবিষ্যত উজ্জল।
টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৮) দলের হয়ে খেলছেন মাহিম(অধিনায়ক), আশিক,সালমান, আরাফাত, সাকিব, তানভির, মেহেদী, মাফি, রামিন, নক্ষত্র, নিরব, সায়েম, মিরাজ, সাকিল ও জাহি। কোচঃ উত্তম সরকার, সহকারী কোচঃ জাহিদ হোসেন টিটু এবং ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।