ঢাকা | 15 January 2026

সুন্দর টাঙ্গাইল গড়ার প্রত্যয় সচেতন নাগরিক ফোরামের

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


পরিবেশ দূষণ ও যানজট কমিয়ে আনা এবং নোংরামুক্ত সুন্দর শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে টাঙ্গাইরের সচেতন নাগরিক ফোরাম। শনিবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা এই প্রত্যয় ব্যক্ত করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আকিবুর রহমান ইকবাল।


লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল আমাদের ঐতিহ্যবাহী জেলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমানে আমরা কিছু মৌলিক সমস্যার সম্মুখিন হচ্ছি। যা সাধারণ মানুষের জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। রাস্তাঘাটের বেহাল দশা, পরিবেশ দুষণ, অসহনীয় যানজট এবং লৌহজং নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতার অভাবে আমাদের দীর্ঘদিনের সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে।


তিনি আরও বলেন, টাঙ্গাইল শহরের প্রবেশদ্বারসহ বিভিন্ন জায়গায় ময়লার স্তুপ করে রাখা হয়েছে। আমরা টাঙ্গাইলকে বাসযোগ্য, নিরাপদ এবং আধুনিক জেলা হিসেবে দেখতে চাই। টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, বরং নাগরিক দায়বদ্ধতা থেকে সোচ্চার হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবী গুলো পূরণে প্রশাসনের এগিয়ে আসার আহবান জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব শহিদ মাহমুদ, সদস্য জাকির হোসেন খান, ফরহাদ আলী, রাকিব হায়দার, কাজী বজলুর রহমান প্রমুখ।


 


 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ