ঢাকা | 03 November 2025

আমরা শাপলা আদায় করে নেবো: সারজিস আলম

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ এখন পর্যন্ত অসম্পূর্ণ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। ২৭ অক্টোবর সোমবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
তিনি আরও বলেন, এই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৩টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই। এই জুলাই সনদে অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই।
সারজিস আলম বলেন, কোনো প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নিবে না। কোন আইনগত বাঁধা না থাকার স্বত্বেও এনসিপিকে তাদের প্রতীক শাপলা দিতে নানা টালবাহানা শুরু করেছে ইসি। বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করবো। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নেবো।
এ সময় সারজিস আলম আরও বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। শাপলা আমাদের প্রাপ্য। যদি প্রয়োজন হয় তাহলে রাজপথে নামবে এনসিপি। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না। 
সমন্বয় সভায় জেলা এনসিপির সমন্বয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ