টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর বাসিন্দা ইউনিয় মরহুম
শফিকুল ইসলাম তালুকদার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কালিহাতী পৌর সভার সামনে অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ( ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। স্মরণ সভা অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক , ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মরহুম শফিকুল ইসলাম তালুকদারে অতীত জীবনী নিয়ে আলোচনা ও দোয়া করেন।