ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন মনোনয়নপত্র জমা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 29, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল-মধুপুর ধনবাড়ী আসনে মনোনয়ন পত্র জমাদেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেন। ছবির ক্যাপশন: টাঙ্গাইল-মধুপুর ধনবাড়ী আসনে মনোনয়ন পত্র জমাদেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেন।
ad728

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি রোববার বিকেল পৌনে ৫টায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়নপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, শোলাকুড়ির সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, সাবেক বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার মনিসহ বিএনপির, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। বহু নির্যাতনের শিকার হয়েছি। আমার ত্যাগের বিনিময়ে ভেবেছিলাম দলীয় মনোনয়ন পাবো। দল আমাকে মূল্যায়ন করেনি। কিন্তু মধুপুর ধনবাড়ীর মানুষ আমাকে ভালেবেসে কাছে টেনে নিয়েছে। আমি লাল মাটির মানুষ। আমি এই মানুষগুলোর ভালাবাসাকে সম্মান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ বিজয়ী হয়ে মধুপুর-ধনবাড়ীবাসীর খেদমতে নিয়োজিত থাকবো।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ