ঢাকা | 12 September 2025

সখীপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাদলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই ইউনিয়নের কালিদাস তেতুলিয়া চালা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক শরীফ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সখীপুর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা, বিএনপি নেতা আশরাফুল ইসলাম বাদলের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ২০২১ সালের চেক জালিয়াতির মামলা রয়েছে। সিআর মামলা নম্বর ২০২১/৩২২। সম্প্রতি ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্থানীয়রা আরও জানান, আশরাফুল ইসলাম বাদল এর আগেও একাধিকবার জেল খেটেছেন। 

ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার বলেন, আশরাফুল ইসলাম বাদল আমার আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শুনেছি তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে মামলার বাদী কে এবং কোন মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন এ সম্পর্কে কিছু জানিনা। 

জানতে চাইলে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন,‌ আদালতের পাঠানো গ্রেপ্তারি পরোয়ানায় মামলার বাদী সম্পর্কে কোনো তথ্য থাকেনা। আদালতের নির্দেশে আসামি আশরাফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ