ঢাকা | 12 September 2025

টানা তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় ইঞ্জিন বিকল হওয়া মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালবাহী ট্রেনটি অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে ইব্রাহিমাবদ স্টেশনে আনা হয়। এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে প্রায় ৩ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান বলেন, ‘‘মালবাহী ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে যমুনা রেলসেতু পূর্ব পাড়ের দিকে যাচ্ছিল। পথে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এলে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে।ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, ‘‘মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ইব্রাহিবাদ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পরেছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ