ছবির ক্যাপশন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে টাংগাইলের ধনবাড়ী থানার উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা হলরুমে থানা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাব-ইন্সপেক্টর মো: মনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( মধুপুর) সার্কেল আরিফুল ইসলাম।মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলার ৩৫টি দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল—প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ( মধুপুর) সার্কেল আরিফুল ইসলাম পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান। তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে একটি করে রেজিস্টার খাতা প্রদান করা হয়েছে, যাতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের ডিউটি লিপিবদ্ধ করা যায়। এছাড়া, সরকারের বিভিন্ন জরুরি সেবা সংস্থার যোগাযোগ নম্বর সংবলিত ফেস্টুন বিতরণের ঘোষণাও দেওয়া হয়।