স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইল-৫ সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে লিফলেট বিতরণে অংশগ্রহণ করছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি (ইউ.এস.এ) সাবেক সভাপতি, সাবেক সহ-সভাপতি যুবদল (ইউ.এস.এ) জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক, টেক্সাস বিএনপি ও টাঙ্গাইলের সাবেক ছাত্রনেতা তরুণ উদীয়মান সমাজসেবক নির্বাচনে নতুন মুখ নাসিম এম খান (রুনু)। তিনি গত ১১ আগস্ট সোমবার বিকেলে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতি এলাকা, বটতলা বাজার, টাঙ্গাইল শিল্পকলা একাডেমি, সাবালিয়া পানির ট্যাংক বাজার, টাঙ্গাইল মেডিকেল কলেজ এলাকা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ এর আশে পাশের এলাকার ভোটার এবং কর্মী সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে টুকুর পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনা, দোয়া ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে সাংবাদিক, আইনজীবী, সাবেক ছাত্রনেতা সোহেল তালুকদার লিটন, টিপু খান, রফিকুল ইসলাম স্বপন,
খালেকুজ্জামান খালেক, শহিদুল ইসলাম দর্পন, সাবেক ইউপি সদস্য মোঃ সুরমান রেজা, শরিফ মিয়া, মোঃ ইমন সহ কর্মী সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।