তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ২১দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর(সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক। 
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইল এর ব্যবস্থাপনায় সদর উপজেলার সাঁতার প্রশিক্ষনের ২১জন সাঁতারুকে পুরষ্কার প্রদান করা হয়। 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার  মহন্ত সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, সাঁতার প্রশিক্ষক আনিসুর রহমান আলো।