বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস চাঁদাবাজি নয় জনগণের পাশে থেকে বিশ্বাস আস্থা অর্জন করতে হবে। সন্ত্রাস চাঁদাবাজদের জায়গা বিএনপি’তে হবে না বলে মন্তব্য করেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ¦ ফকির মাহববুব আনাম স্বপন।
তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালীর সমতকুড় এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত রবিবার(১৯অক্টোরবর) রাতে উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় দেশ ও দেশের মানুষ কে এগিয়ে নেয়ার লক্ষ্যে বিএনপি’র সকল নেতা-কর্মীদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে ক্ষমতায় আনতে কাজ করার আহবান জানান তিনি।
উঠান বৈঠকে ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবাহান, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি এমএ মাজেদ বাদল, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমসহ অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য দেন।
উঠান বৈঠকে যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।