ঢাকা | 15 January 2026

ঘাটাইলে গণভোটের প্রচারণায় উপজেলা প্রশাসন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আসন্ন্ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা চালাচ্ছে ঘাটাইল উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে লিফলেটও বিতরণ করা হয়। 
গতকাল মঙ্গলবার ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এ বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক তাপশী শীল, উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, সরকারের নির্দেশনা মোতাবেক গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য নির্বাচনের সার্বিক প্রস্তুতির পাশাপাশি প্রতিদিনই উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হচ্ছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ