টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস কার্যক্রম চলবে। নিরাপত্তার স্বার্থে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আইএসপিআর।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আইএসপিআর জানায়, ‘আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে।
সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসকরণ চলাকালীন সময়ে ৩ কিলোমিটার এলাকার মধ্যে যানবাহন ও জনসাধারণের চলাচল পরিহার করার বিশেষভাবে অনুরোধ করা হলো।‘