টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ লাইনস-এর মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় অপরাধ দমন ও মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলার উন্নয়নের বিভিন্ন দিক বিবেচনায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
জালাল উদ্দিন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ওসি জালাল উদ্দিনের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার বাসাইল উপজেলায় অপরাধ দমন, মাদক নির্মূল, বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্তসহ পলাতক আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দিক বিবেচনায় বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
জালাল উদ্দিন ২০২৪ সালের ৩ অক্টোবর বাসাইল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সাহসিকতার সঙ্গে তার দাঁয়িত্ব পালন করছেন। জালাল উদ্দিন দাঁয়িত্বে আসার পর সাধারণ মানুষও খুব সহজেই থানায় প্রবেশ করে তার সঙ্গে দেখা করে সেবা নিতে পারছেন। তিনি সাধারণ মানুুষকে অনেক গুরুত্ব দিয়ে সেবা দিয়ে আসছেন। সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হওয়া অনেক ঘটনায় দুপক্ষের সঙ্গে বসে মিমাংসা করেছেন তিনি। এজন্য তিনি খুব অল্প সময়ে প্রশংসা কুঁড়িয়েছেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘বাসাইল উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে আমি চেষ্টা করে যাচ্ছি। এ উপজেলার মানুষও খুব ভালো মনের। এই পুরস্কার আমাদের দাঁয়িত ও কর্তব্যকে আরও বাড়িয়ে তুলে। এই পুরস্কারের পেছনে থানার অফিসারবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যদেরও অবদান রয়েছে। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।’