ঢাকা | 12 September 2025

এক মাছে লাখপতি জীবন হালদার

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জীবন হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ছয়শ’ গ্রাম ওজনের একটি বিশাল ঢাই মাছ। মাছটি তিনি নিলামে বিক্রি করেছেন এক লাখ তিন হাজার ৯৬০ টাকায়। পরে ওই মাছটি এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে এক লাখ নয় হাজার টাকায় বিক্রি  হয়েছে।

বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামে কিনে নেন।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‌‘বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া টার্মিনালে মাছ বাজার থেকে নিলামের মাধ্যমে আনোয়ার খাঁর আড়ত থেকে ২২ কেজি ছয়শ’ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ৬শ টাকা কেজি দরে মোট এক লাখ তিন হাজার ৯৬০ টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে ৪৮০০ টাকা কেজি দরে মোট এক লাখ নয় হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। মাছটি ক্যাশ-অন ডেলিভারিতে ওই প্রবাসীর নারায়ণগঞ্জের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘পদ্মা নদীতে এ রকম বড় ঢাই মাছ খুব একটা দেখা যায় না। তবে ইদানীং পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় বিভিন্ন রকমের মাছ ধরা পড়ার খবর পাচ্ছি। ঢাই মাছ মিঠা পানির সুস্বাদু মাছ।’ 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ