ঢাকা | 15 January 2026

খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে উপজেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই বিএনপি কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করা হয়। দলীয় কার্যালের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনির্মিত্ত সহ কালো পতাকা উত্তোন করা হয়।  সকল নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। 

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপোসহীন ও সাহসী নেত্রী। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ