ঢাকা | 15 January 2026

মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইল মধুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা  হয়েছে।  রবিবার  (১১জানুয়ারি) দুপুরে রবিবার   মধুপুর বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায়  ১৯ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে ও ৩০৯ ব্রিগেড এর ব্যবস্থাপনায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।সেনাবাহিনীর প্রেস বিজ্ঞাপিতে জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা বিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। 


ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাব্যক্ত করেন জেনারেল অফিসার কমান্ডিং।এ সময় সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি,পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ