ছবির ক্যাপশন:  
                            
                            ১৬ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারের সেবা ডেন্টাল কেয়ার এবং নল্লা বাজারে নূর ফার্মেসী ও ধনবাড়ীর পলাশতলী জান চিপস ফ্যাক্টরি এবং ধনবাড়ী চালাস পদ্মা হসপিটালে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হন, এবং সঠিক চিকিৎসা পান তাই সকল ক্লিনিক হসপিটাল এবং ফ্যাক্টরি ও সকল শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ করছি। জনসচেতনতা বাড়ানোর জন্য পরে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান চালানো হবে। ভবিষ্যতে আবারো এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।