টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ, গম, সূর্যমুখীর বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। এ সময় উপজেলা মৎস্য অফিসার হাসিবুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রনোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৭ হাজার ২শ’ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ, সার, গম ও সূর্যমুখীর বীজ বিতরণ করা হবে। প্রথমদিনে তিনটি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।